Khoborerchokh logo

জিএমপি‘র গাছা থানা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার 219 0

Khoborerchokh logo

জিএমপি‘র গাছা থানা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানাধীন খাইলকুর মৈত্রী কল্যাণ ভালকারটেক এলাকার খালে ভাসমান অবস্থায় শুক্রবার সকলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ ফজলে রাব্বি (২২)। তিনি নগরীর গাছা থানার বোর্ডবাজার কলমেশ্বর এলাকার মোঃ কিরণ মিয়ার ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
নিহতের মা রোজিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইফতি,শামীম, নাহিদ রেজা ও পলাশ রাব্বিকে ফোনে বাসা থেকে ডেকে নেয়। এর পর রাব্বি আর বাসায় ফিরে আসেনি। এরই মধ্যে হিমেল একাধীক বার বাসায় এসে রাব্বিকে খোঁজাখুজি করে এবং জানতে চায় রাব্বি বাসায় ফিরে আসছে কি না। এতে আমার সন্দেহ হয়। তখন আমি হিমেল কে জিজ্ঞাসা করলে সে বলে শামীম তাকে দিয়ে রাব্বি বাসায় ফিরছে কিনা এমন খোজ খবর নিচ্ছিল। এসব কথা শুনে পরিবারের সবাই বিভিন্ন জয়গায় রাব্বিকে খোজা-খুজি করতে থাকি। এর মধ্যে জানতে পারি রাব্বিকে খাইলকুরের ভালকারটেক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে গিয়ে খোঁজা-খুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে হিমেল বলছিল রাব্বি ভালকারটেক খালে পড়ে গিয়েছিল। রাত দেড়টা পর্যন্ত আমরা পরিবারের সবাই খালে নেমেও খোঁজা-খুজি করি এবং না পেয়ে বাসায় ফিরে আসি। শুক্রবার ভোরে ওই এলাকায় গিয়ে দেখতে পাই আমার ছেলে রাব্বির মৃতদেহ খালের পানিতে ভাসছে। আমার ছেলে রাব্বিকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পর খালে ফেলে দেয়া হয়েছে বলে তিনি দাবী করেন। এদিকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন দিন কে বলেন, নিহতের মা যাদের সন্দেহ করছেন ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। আমরা তদন্ত করে দেখছি মাদকের কোন বিষয় আছে কিনা এবং একটি বাইক কেনাবেচা নিয়েও একটা সমস্যা আছে তাও দেখা হচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com